সেরা ৮ এন্ড্রয়েড ইমুলেটর [পিসি]

0
সেরা ৮ এন্ড্রয়েড ইমুলেটর ২০১৯

আপনি কি কোনো কারণে কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপস রান করানোর কথা ভাবছেন? তাহলে আপনি এই কাজটি দুটি পদ্ধতিতে করতে পারেন।

প্রথমত এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম পিসিতে ইন্সটল করতে পারেন। দ্বিতীয়ত একটি এন্ড্রয়েড ইমুলেটর ব্যবহার করতে পারেন।

এখানে প্রথম পদ্ধতিটি একটু জটিল যা আজকের পোস্টে আলোচনা করবো না। আজকে আলোচনা করবো দ্বিতীয় পদ্ধতিটি নিয়ে।

ইমুলেটর ব্যবহার করে পিসিতে এন্ড্রয়েড অ্যাপস রান করানো একদম সহজ। আপনাকে শুধু ইমুলেটরটি ডাউনলোড করতে হবে এবং তা পিসিতে ইন্সটল করতে হবে। নিচে বর্তমান সময়ের সেরা ৮টি এন্ড্রয়েড ইমুলেটর নিয়ে আলোচনা করা হলো।

$ads={1}
আরও পড়ুনঃ-


সেরা ৮ এন্ড্রয়েড ইমুলেটর

1. BlueStacks


ব্লু স্ট্যাকস - এন্ড্রয়েড ইমুলেটর

আজকের লিস্টে প্রথমেই যে ইমুলেটরটি রয়েছে সেটি হলো BlueStacks। এটি সম্ভবত ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে পরিচিত একটি এন্ড্রয়েড ইমুলেটর।

ইমুলেটরটি গেমিং জন্য পছন্দসই এবং সেট আপ করা একদম সহজ। কোনো রকম টেকনিক্যাল জ্ঞান ছাড়াই যে কেউ এটি সেট আপ করতে পারবে।

ইমুলেটরটিতে প্লে স্টোর ছাড়াও রয়েছে তাদের নিজস্ব স্টোর, যেখান থেকে আপনি নিজের পছন্দ অনু্যায়ী BlueStacks অপ্টিমাইজড অ্যাপস ডাউনলোড করতে পারবেন।

BlueStacks ইমুলেটর কীবোর্ড ম্যাপিং সমর্থন করে, তবে তা অন্যান্য ইমুলেটরের মতো ততোটা ভালো নয়। যার ফলে অনেকসময় গেম কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে।

এই ইমুলেটরটিতে কোন অ্যাড ফ্রি ইউজার ইন্টারফেজ নেই। BlueStacks এন্ড্রয়েড ইমুলেটর বর্তমানে এন্ড্রয়েড ভার্সন ৭ নুগ্যাট ভিত্তিক।

কেন BlueStacks ইমুলেটর ব্যবহার করবেন?

  • সেট আপ করা সহজ
  • মাল্টিপল উইন্ডোজ সাপোর্ট
  • অপ্টিমাইজড অ্যাপস ডাউনলোডের সুবিধা


2. Nox Player


Nox Player - এন্ড্রয়েড ইমুলেটর

আরেকটি সেরা এন্ড্রয়েড ইমুলেটর হলো Nox Player। এটি উইন্ডোজ পিসির জন্য একটি অসাধারণ ইমুলেটর।

এই ইমুলেটরটি ব্যবহার করে আপনি এন্ড্রয়েডের সকল গেমস এবং অ্যাপস আপনার পিসিতে রান করতে পারবেন।

আপনি যদি পিসিতে এন্ড্রয়েড গেমস খেলার জন্য কোনো ইমুলেটর খোঁজে থাকেন, তাহলে Nox Player হতে পারে আপনার অন্যতম পছন্দ। পাবজি বা জাস্টিস লিগের মতো গেমগুলো এতে স্বাচ্ছন্দ্যেই খেলা যাবে।

এছাড়াও আপনি এই ইমুলেটরটি ব্যবহার করে একটি ভালো এন্ড্রয়েড এক্সপেরিয়েন্স পেতে পারেন। এই ইমুলেটরটি কীবোর্ড ম্যাপিং সমর্থন করে। ফলে খুব সহজেই গেম কন্ট্রোল করা যায়।

এই ইমুলেটরটির ইউজার ইন্টারফেজ অত্যন্ত সুন্দর। আপনার অব্যশই ভালো লাগবে। Nox Player ইমুলেটরটি সম্পূর্ণ ফ্রি হওয়ায় আপনি বিনামূল্যেই এটি ডাউনলোড করতে পারবেন।

তবে একসময় ইমুলেটরটির একটি অ্যাড ফ্রি ইউজার ইন্টারফেজ (UI) ছিলো। তবে সেটি এখন আর নেই।

কেন Nox Player ব্যবহার করবেন?

  • কীবোর্ড ম্যাপিং সমর্থিত ইমুলেটর
  • সাপোর্ট মাল্টিপল উইন্ডোজ
  • রুটেড অ্যান্ড্রয়েড ইমুলেটর


3. MEmu


MEmu - এন্ড্রয়েড ইমুলেটর

MEmu লিস্টের অন্যান্য ইমুলেটরের তুলনায় একটি নতুন এন্ড্রয়েড ইমুলেটর। ২০১৫ সালে লঞ্চ হওয়া MEmu, সাধারণত এন্ড্রয়েড গেমিং এর জন্য তৈরি করা হয়েছে।

পার্ফরমেন্স বিচারে, এই এন্ড্রয়েড ইমুলেটর নক্স এবং ব্লু স্ট্যাকসের মতোই। MEmu এন্ড্রয়েড ইমুলেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে একটি হলো, এটি এএমডি এবং এনভিডিয়া উভয় চিপসেটকেই সমর্থন করে।

এটি এন্ড্রয়েড জেলি বিন, কিট ক্যাট এবং ললিপপের মতো বিভিন্ন এন্ড্রয়েড সংস্করণগুলোকে সমর্থন করে। তবে MEmu ইমুলেটরে হাই-পারফরম্যান্স গেমিংয়ের জন্য সমর্থিত গ্রাফিক্সের কর্মক্ষমতা তুলনামূলকভাবে কম।

MEmu বর্তমানে এন্ড্রয়েড ললিপপ ভিত্তিক। আপনি যদি ইনগ্র্রেস বা পোকেমন গো এর মতো গেমগুলো খেলতে আগ্রহী হন তবে এটি আপনার প্রথম পছন্দ হওয়া উচিত।

কেন MEmu ইমুলেটর ব্যবহার করবেন?

  • কীবোর্ড ম্যাপিং সমর্থিত
  • গুগল ম্যাপে ভার্চুয়াল লোকেশন সেট করতে পারবেন
  • এএমডি এবং এনভিডিয়া উভয় চিপসেটই সমর্থন করে


4. Ko Player


Ko Player - এন্ড্রয়েড ইমুলেটর

অন্যান্য এন্ড্রয়েড গেমিং ইমুলেটরের মতোই, Ko Player লাইটওয়েট সফটওয়্যারের সাথে ল্যাগ-ফ্রি গেমিং অভিজ্ঞতা প্রদানের উপর ফোকাস করে তৈরি করা হয়েছে।

ইমুলেটরটি ইনস্টল এবং নেভিগেট করা একদম সহজ। Ko Player ইমুলেটরটি ফ্রি তবে আপনি এতে এড ফ্রি ইউজার ইন্টারফেজ পাবেন না। ইমুলেটরটি কীবোর্ড ম্যাপিং এবং গেমপ্যাড এমুলেশন সমর্থন করে।

এই এন্ড্রয়েড ইমুলেটরের একটি নেতিবাচক দিক হলো এটির স্কিনে কখনও কখনও নীল রংয়ের আভা দেখা যায় এবং ব্যবহারকারীগণ মাঝে মাঝে ইমুলেটরটি আনইনস্টল করতে গিয়ে সমস্যায় পড়েন। এই দু-একটি সমস্যা ছাড়া ইমুলেটরটি ব্যবহারের জন্য ঠিকই আছে।

কেন Ko Player ব্যবহার করবেন?

  • সহজ ইউজার ইন্টারফেজ
  • কীবোর্ড ম্যাপিং সমর্থিত
  • ইনস্টল এবং নেভিগেট করা সহজ


5. Android Studio


Android Studio - এন্ড্রয়েড ইমুলেটর

Android Studio একটি ডেভেলপমেন্ট আইডিই (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্ট)। এটি ডেভেলপারদের জন্য তৈরি একটি ইমুলেটর। Android Studio এন্ড্রয়েডের ডিফল্ট ডেভেলপমেন্ট কনসোল।

এটি এন্ড্রয়েডের জন্য অ্যাপস বা গেম তৈরি করতে ব্যবহার করা হয় এবং ডেভেলপারদের তাদের তৈরি অ্যাপ্লিকেশনগুলো পরীক্ষা করতেও সহায়তা করে।

Android Studio তে একটি বিল্ট-ইন ইমুলেটর রয়েছে যার সাহায্যে আপনি চাইলে আপনার অ্যাপস বা গেম টেস্ট করতে পারেন।

তবে Android Studio সেট আপ করা কঠিন এবং সময়সাপেক্ষ ব্যাপার। এই ইমুলেটরটি সাধারণ ইউজারদের জন্য উপযোগী না হলেও, এটি ডেভেলপারদের জন্য কিন্ত খুবই চমৎকার একটি ইমুলেটর।

কেন Android Studio ব্যবহার করবেন?

  • গুগলের অফিশিয়াল ইমুলেটর
  • রেগুলার আপডেট।


6. Archon


Archon - এন্ড্রয়েড ইমুলেটর

অন্যান্য ইমুলেটরের তুলনায় Archon একটু আলাদা। কেননা এটি কোনো ট্রেডিশনাল ইমুলেটর নয়। এটি একটু ভিন্ন টাইপের ইমুলেটর।

আপনাকে এটি একটি গুগল ক্রোম এক্সটেনশন হিসাবে ইনস্টল করতে হবে। Archon তখন ক্রোমকে এন্ড্রয়েড অ্যাপস এবং গেম রান করানোর সুযোগ দেয় (যদিও সীমাবদ্ধতা সহ)।

Archon গুগল ক্রোমে এন্ড্রয়েড অ্যাপস চালানোর জন্য একটি সহজ সমাধান। হার্ডকোর গেমিংয়ের জন্য এই ইমুলেটরটি উপযুক্ত না হলেও এন্ড্রয়েড অ্যাপস চালানোর জন্য এই ইমুলেটরটি খুবই উপযোগী।

কেন Archon ইমুলেটর ব্যবহার করবেন?

  • গুগল ক্রোমর মধ্যে ইন্টিগ্রেটেড
  • ব্যবহার করা সহজ
  • অ্যান্ড্রয়েড অ্যাপস রান করানোর জন্য উপযুক্ত


7. Remix OS Player


Remix OS Player - এন্ড্রয়েড ইমুলেটর

জাইডের Remix OS Player পিসির জন্য নতুন অ্যান্ড্রয়েড ইমুলেটরগুলোর মধ্যে একটি। এটি অ্যান্ড্রয়েড ভার্সন ৭ ভিত্তিক এবং এটি এখনও তালিকার অন্যান্যদের তুলনায় তুলনামূলকভাবে নতুন।

Remix OS Player ইনস্টলেশন প্রক্রিয়া বেশ সহজ এবং এটি ব্যবহার করাও আরো সহজ। ইমুলেটরটি অ্যাপসের পাশাপাশি গেমও ভালোভাবে রান করাতে সক্ষম।

ইমুলেটরটিতে কাস্টমাইজেবল টুলবার বরাবর গেমিংয়ের জন্য রয়েছে নির্দিষ্ট ফিচার। Remix OS Player-এ একসাথে একাধিক গেম রান করানোর ফিচারও রয়েছে।

তবে Remix OS Player এই পর্যন্ত সামান্য আপডেটও পায়নি এবং ২০১৭ সাল থেকে এটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় রয়েছে।

তাই বলা যায় ডেভেলপারগণ এটি নিয়ে আর ভাবছেন না, তবে এটি এখনও কাজ করে।

কেন Remix OS Player ব্যবহার করবেন?

  • ভালো অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা
  • নতুন ফাইল ম্যানেজার
  • ব্যবহার করা সহজ


8. GenyMotion


GenyMotion - এন্ড্রয়েড ইমুলেটর

অ্যান্ড্রয়েড স্টুডিও এর মতো আরেকটি সেরা ইমুলেটর হলো এই GenyMotion। এটিও মূলত ডেভলপারদের টার্গেট করে তৈরি করা হয়েছে।

জেনিমোশন ভার্চুয়াল ডিভাইস ও বিভিন্ন এন্ড্রয়েড সংস্করণ সমর্থন করে। ফলে ডেভলপারেরা ভার্চুয়াল ডিভাইস ও বিভিন্ন এন্ড্রয়েড সংস্করণে তাদের তৈরি অ্যাপগুলো টেস্ট করার সুযোগ পান এবং পারফরম্যান্স পরীক্ষা করে অ্যাপের যাবতীয় উন্নতি সাধন করতে পারেন।

GenyMotion ইমুলেটর এন্ড্রয়েড এসডিকে এবং এন্ড্রয়েড স্টুডিও এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি ম্যাকওস এবং লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থন করে।

ইমুলেটরটি যেহেতু ডেভলপারদের জন্য তৈরি করা হয়েছে তাই এতে অনেকগুলো ডেভলপার-ফ্রেন্ডলি ফিচার রয়েছে।

কেন GenyMotion ব্যবহার করবেন?

  • অ্যান্ড্রয়েড স্টুডিও সমর্থিত
  • ম্যাকওস এবং লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থিত
  • অ্যান্ড্রয়েড ভার্সন ৪.১-৮.১ সমর্থিত


এই ছিলো কম্পিউটারের জন্য সেরা ৮টি এন্ড্রয়েড ইমুলেটর; যেগুলোর মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন যেকোন এক বা একাধিক ইমুলেটরটিকে। আশা করি পোস্টটি ভালো লেগেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top